Advertisements

রাজ্যজুড়ে রেশনের কারচুপি রুখতে কড়া পদক্ষেপ মমতার সরকারের!

Advertisements

করোনা ভাইরাসে স্তব্ধ দেশ লকডাউনের ফলে লক্ষনরেখা টানা হয়েছে প্রত্যেকের গৃহে কিন্তু এর ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন যারা দিন আনে দিন খাই, হকার বা ছোট ব্যাবসায়ীরা ।পড়েছে মাথায় হাত আয় না থাকলে পেট চলবে কি করে।আর তাদের কথা ভেবেই করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সকলে।সরকার থেকে নানা ভাবে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।

কিন্তু লকডাউন চলাকালীন রেশন বন্টন নিয়ে ডিলারদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। কোথাও সবাই রেশন পাচ্ছে না আবার কোথাও ওজনে কম দেয়ার অভিযোগ উঠছে রয়েছে মাঝপথে রেশন সামগ্রী পাচার করে দেবার মতো গুরুতর অভিযোগও। সরকারের ঘোষণা মত সাধারন মানুষ রেশন না পাওয়ায় ক্ষুব্ধ হচ্ছে আবার অনেকে ডিজিটাল কার্ড না থাকায় রেশন পাচ্ছেন না তাই এবার মানুষকে সহযোগিতায় তাদের ক্ষোভ প্রমোশনে এগিয়ে এল রাজ্য সরকার।

এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দীর্ঘ বৈঠক হয় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ডিলারদের উদ্দেশ্যে জানান লকডাউন চলাকালীন রেশন কার্ড থাকলেই রেশন দিতে হবে ।এই সংকটময় পরিস্থিতিতে নির্দিষ্ট নিয়ম মেনে চাল গম দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ অমান্য করে কোন ডিলার যদি রেশন সামগ্রী দিতে অস্বীকার করে তাহলে বিষয়টি প্রশাসন দেখবে। এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন মোট 16 লক্ষ মানুষ আর কে এস ওয়াই 1 রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন ।যাদের কাছে রয়েছে তারা নির্দিষ্ট কেন্দ্র অনুযায়ী 5 কেজি করে চাল পাবে অন্যরা ফুড কুপন সংগ্রহ করে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

Related Articles