whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস! আগামী ২৪ ঘন্টায় বিশেষ বার্তা দিলো আলিপুর আবহাওয়া দফতর

দেবপ্রিয়া সরকার : এক ধাক্কায় ৪ ডিগ্রী তাপমাত্রা কমেছে শহরে। রবিবার সকাল থেকে স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে। গতকাল বিকেলের পর থেকে শহর জুড়ে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হয়েছে…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : এক ধাক্কায় ৪ ডিগ্রী তাপমাত্রা কমেছে শহরে। রবিবার সকাল থেকে স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে। গতকাল বিকেলের পর থেকে শহর জুড়ে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হয়েছে তার জেরেই তাপমাত্রা কমেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার প্রভাবেই রাজ্যে এই ঝড়বৃষ্টি। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় তার জেরে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হয়েছে কলকাতায়, রাত ২:২২ মিনিটের পর আলিপুর আবহাওয়া দপ্তর ঝড়ের গতিবেগ রেকর্ড করেছে।‌

আপনার জন্য নির্বাচিত

আজ বেলা বাড়ার সাথে তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে বিকেলের পর পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ‌ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আরো একটি সূত্র জানিয়েছে আগামীকাল অর্থাৎ ২৩ শে মার্চ, সোমবার নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্জা ঢুকবে রাজ্যে। তার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার জম্মু-কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা।

বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। বৃষ্টিপাত হওয়ার দরুন রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩০ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাওয়া বৃষ্টিপাতের পরিমান ৪.৫ মিলিমিটার।