ঐক্যবদ্ধ বৈচিত্রের দেশ ভারতবর্ষ। যেখানে বসবাস করে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ। ধর্ম, বর্ণ আলাদা হলেও এক ঐক্যে আবদ্ধ তারা। একে অপরের দুঃখের দিনে এগিয়ে আসে সকল ধর্মের মানুষ। এটাই ভারতবর্ষ। ফের মিলল তার প্রমাণ।
দেশজুড়ে জারি লকডাউন, বন্ধ যান চলাচল। এক হিন্দু নারীর মৃতদেহ কে শ্মশানে নিয়ে গেলেন মুসলিম যুবকরা। গাড়ি ছাড়া প্রায় ২.৫ কিলোমিটার হেঁটে শ্মশানের উদ্দেশ্যে যান তারা। শুধুমাত্র শ্মশানে নিয়ে যাওয়ায় নই, পারোলৌকিক ক্রিয়ার জন্য যা যা দরকার সমস্ত ব্যবস্থা করেন তারা। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে ইন্দোরে। এইবিষয়ে মুসলিম যুবকদের মধ্যে একজন বলেছেন, এমন দুর্দিনে তারা যা করেছেন সেটা তাদের কর্তব্য কারণ এই মহিলাকে তারা ছোটবেলা থেকে চেনেন।