মাস্ক নাপরে রাস্তায় কেন? উত্তরে ধর্মীয় যুক্তি দিলেন এই ব্যক্তি! ভাইরাল ভিডিও

mকরোনার মারণ থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। মারণ এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিশ্বের বহু দেশ লকডাউন ঘোষিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্যসংস্থা ও চিকিৎসা বিজ্ঞানীরা বার বার বলছেন করোনার হাত থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় নিজেরা সতর্ক থাকা। নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ কোনো দরকার ছাড়া বাইরে বেরোতে বারণ করছে। বাইরে বেরোলেও মাস্ক পড়তে হবে।
এত সতর্ক বার্তা দেওয়ার পরও বহু অচেতন মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় রাস্তায় বেরিয়ে পড়ছেন। নিজের বিপদের কথা না ভাবলেও অন্যদের কথাও ভুলে যাচ্ছেন তারা। নিজের বিপদের সঙ্গে সঙ্গে যে অন্য কারো বিপদ হতে পারে তা মানতে নারাজ।
দেখুন এই ভিডিওতে, এক ধর্ম পরায়ন ব্যক্তি মুখে মাস্ক না পরেই রাস্তায় বেড়িয়েছেন। তাকে কত করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা কতবড় বিপদজনক হতে পারে। তবুও তিনি মানতেই চাইছেন না। এই ব্যাক্তির দাবি, মৃত্যু যখন লেখা আছে তখনই হবে। না এক মিনিট আগে, না এক মিনিট পরে। দেখুন সেই ভিডিও-