নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

মানুষের শরীরে করোনা আক্রমণের নতুন লক্ষণ! যা জানালেন গবেষকরা

দেবপ্রিয়া সরকার : বর্তমানে মৃত্যুর আরেক নাম করোনাভাইরাস। সমগ্র বিশ্বকে কব্জা করে রেখেছে এই ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে সমগ্র বিশ্ব একদিন মৃত্যুপুরীতে পরিণত হবে। এই ভাইরাস কিভাবে ছড়ায় এবং ভাইরাসের সংক্রমণে কোনো ব্যক্তি উপর প্রথম কি

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : বর্তমানে মৃত্যুর আরেক নাম করোনাভাইরাস। সমগ্র বিশ্বকে কব্জা করে রেখেছে এই ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে সমগ্র বিশ্ব একদিন মৃত্যুপুরীতে পরিণত হবে। এই ভাইরাস কিভাবে ছড়ায় এবং ভাইরাসের সংক্রমণে কোনো ব্যক্তি উপর প্রথম কি কি উপসর্গ লক্ষ্য করা যায়, এ বিষয়গুলি এতদিনে আমরা সকলেই জেনে গেছি।

আপনার জন্য নির্বাচিত

করোনা ভাইরাসের প্রথম উপসর্গ গুলি হল জ্বর, শরীরে ব্যথা, মাথা যন্ত্রণা, হাঁচি, কাশি ইত্যিদি। এছাড়া এই ভাইরাস আমাদের চোখ, নাক, মুখ দিয়ে ঢুকে সারা দেহে সংক্রমণ ছড়ায় একথাও আমরা জানি। কিন্তু জানেন কি কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণ হলে সেই ব্যক্তির স্বাদ ও গন্ধে অনুভূতি হারিয়ে যায়। হার্ভার্ড মেডিকেল স্কুলের কিছু গবেষক করোনায় আক্রান্ত ব্যক্তির শরীর পরীক্ষা-নিরীক্ষা করে এমনটাই জানিয়েছেন। ব্যাপারটি শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এটাই সত্যি।

তাদের মতে করোনাভাইরাস যেহেতু প্রথমেই নাক, মুখ ও গলায় সংক্রমণ ঘটায়, সেহেতু ব্যক্তি প্রথমে গন্ধ ও স্বাদ পাওয়ার ক্ষমতা ধীরে ধীরে হারাতে শুরু করে। হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজি বিভাগে কর্মরত ডেভিড ব্রান এবং সন্দীপ রবার্ট দত্ত জানিয়েছেন, এই ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে স্বাদ ও গন্ধের অনুভূতিতে বাধা সৃষ্টি করা ছাড়াও এই ভাইরাস এপিথেলিয়াম কোষ নষ্ট করে দেয়। এই ভাইরাস মানুষের শরীরে সংক্রামিত হওয়ার বেশ কিছুদিন পর সক্রিয় হয় এবং ধীরে ধীরে আক্রন্ত ব্যক্তির খাবার খাওয়ার ইচ্ছা নষ্ট করে দেয়। যার ফলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা যায়।

একইসঙ্গে এই ভাইরাস বাড়িয়ে দেয় মানসিক অবসাদও। বর্তমানে সারা দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে যদি কারোর করোনা ভাইরাস সংক্রমণের প্রাথমিক উপসর্গ গুলি দেখা যায় তবে সে ক্ষেত্রে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করা দরকার। যদি সেই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত নাও হয়, তবুও তার কিছুদিন হোম কোয়ারান্টিনে থাকা উচিত।