whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

মানুষের দুঃখে, দুঃখী বাদশাহ খান! আবারো দিলেন বড়সড় প্রমাণ

করোনা ভাইরাস প্রতিহত করার লড়াই এ সামিল হয়েছেন সকলে।আর দেশের দরিদ্র মানুষের স্বার্থে তাই এগিয়ে এসেছেন সকলে।সরকারের সঙ্গে দেশের জন্য ভাবছেন টলিউড বলিউড সেলেবরাও।যেমন অনুদানের জন্য হাত বাড়িয়েছেলন কিং খান।…

Published By: Web Desk | Updated:
Advertisements

করোনা ভাইরাস প্রতিহত করার লড়াই এ সামিল হয়েছেন সকলে।আর দেশের দরিদ্র মানুষের স্বার্থে তাই এগিয়ে এসেছেন সকলে।সরকারের সঙ্গে দেশের জন্য ভাবছেন টলিউড বলিউড সেলেবরাও।যেমন অনুদানের জন্য হাত বাড়িয়েছেলন কিং খান। বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের ঘোষণা করেছেন। যেমন পিএম কেয়ার Fund এ অনুদান দিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের সমর্থন এবং সুরক্ষার জন্য 50000 পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্টের যোগান দিয়েছেন।মীর ফাউন্ডেশন এর সঙ্গে মিলে মুম্বাইয়ের 5500 পরিবারকে আগামী একমাস খাবার দেবার সংকল্প রেখেছেন। গরীব এবং প্রায় 2500 দিন মজুরের জন্য এক মাস খাবারের বন্দোবস্ত করার কথা ভেবেছেন।

আপনার জন্য নির্বাচিত

এবার আরো একটি বড়ো ঘোষনা করলেন।বাদশা খান বা কিং খান নাম তার জন্য অর্থবহ, তা প্রমান করলেন।রাজা মতোই তার কাজ, একজন সত্য রাজার মতোই উদারমনস্ক তিনি । ত্রাণ তহবিলে দান দিনমজুর এসিড আক্রান্তদের আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেওয়ার পর এবার নিজের চারতলা বিল্ডিং ছেড়ে দিলেন শাহরুখ খান শুধুমাত্র করোনাই যারা আক্রান্ত তাদের চিকিৎসার জন্য। শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরি খান তাদের চারতলা ব্যক্তিগত অফিস রেড চিলিস এ আলাদা আলাদা কেন্দ্র খোলার প্রস্তাব দিয়েছে । এই পদক্ষেপ এর ভূয়সি প্রশংসা করেছেন সকলেই পুজা দাদলানি আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেছেন তিনি সবার সামনে একটি উদাহরণ তৈরি করেছে আসুন আমরা একসাথে লড়ি এভাবে তার পদক্ষেপে সামিল হই নিঃস্বার্থভাবে।

শাহরুখ খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টুইট করেছেন অরবিন্দ কেজরিওয়ালও। তিনি লিখেছেন এই কঠিন সময়ে আপনার এই উদার পদক্ষেপ অনেকেরই জীবন অনুভূতি স্পর্শ করবে প্রত্যুত্তরে কিং খান জানিয়েছেন ধন্যবাদ দিয়ে ছোট করবেন না বরং আদেশ করুন আর কি কি করতে পারি ।আল্লাহর কৃপায় খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠব আর যতক্ষণ পারব সবসময় দিল্লি প্রদেশের সমস্ত ভাই-বোনদের পক্ষে থাকবো।