মানবিকতার নজির, নাতনির জন্য জমানো টাকায় গরিবদের মাঝে ত্রাণ বিলি করলেন ঠাকুমা

এক বছর আগে নাতনি জন্মেছিল এই দিনে। তখন থেকেই ঠাকুমার ইচ্ছে ছিল সমস্ত আত্মীয়-স্বজন প্রীয়জন প্রতিবেশী ঈদের নিমন্ত্রণ করে খাওয়াবেন প্রথম জন্মদিনে। কিন্তু করনা আতঙ্কে গৃহবন্দী হয়ে সব এলোমেলো হয়ে গেল। তাই দেশের দশের চরম সংকটময় মুহূর্তে লকডাউনে কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিগনগর গার্লস হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা কুহেলি প্রামানিক। নাতনি অহনা প্রামাণিকের প্রথম জন্মদিনে মানুষের পাশে দাঁড়ালেন ঠাকুরমা কুহেলি প্রামানিক।
এছাড়াও শান্তিপুর সামাজিক সংগঠন শান্তিপুর আলোকবর্ষের হাত ধরে একাধিক সামাজিক কাজ কর্মের সাথে যুক্ত করোনা ভাইরাসের কারণে যে দীর্ঘমেয়াদী লকডাউন চলছে তাকে মাথায় রেখেই আজ তার এই অভিনব উদ্যোগ। জন্মদিনে সামাজিক অনুষ্ঠান না করেই সেই টাকা দিয়ে খাদ্য সামগ্রী তুলে দিলেন সাধারণ মানুষের মধ্যে। তিনি জানান, আপামর সাধারণ মানুষ এভাবেই যদি একে অপরের পাশে দাড়ায় তাহলে হয়তো অনেকটাই দুরবস্থার হাত থেকে বাজবে খেটে খাওয়া দুস্থ সাধারণ মানুষেরা।