মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

Advertisement

ফেব্রুয়ারি মাসের শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, তারপর শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। কিন্তু হঠাৎ আসা করোনার দাপটে স্থগিত হয় সবকিছু। বাকি থেকে যায় উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষাও। এখনো পর্যন্ত লকডাউনের মধ্যেই রয়েছে রাজ্যসহ প্রায় পুরো ভারত। সেখানে এই পরীক্ষা গুলি কবে হবে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন শিক্ষার্থীরা।

Advertisements

সম্প্রতি শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সকলকে আশ্বস্ত করে জানালেন লকডাউন প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হলেই রাজ্যের এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করার দিন নির্ধারণ করা হবে। ফেব্রুয়ারীতে পরীক্ষা শেষ হওয়ার পরে কাগজপত্র বাছাই মূল্যায়ন প্রক্রিয়া পুরোদমে চলেছে তাই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার পর বাকি কাজ বেশি সময় নিতে পারে না।

Advertisements

এছাড়া তিনি বলেছেন- “এবারের মাধ্যমিক পরীক্ষার খাতা সব দেখা হয়ে গেছে এখন নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলছে। দেশ তথা রাজ্যের লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।” উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন 10 জুনের পর উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের মনে সংশয় কাটিয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সাথে আলোচনা করেই এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে। পাশাপাশি এই অবস্থায় রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বর্ষের ক্ষেত্রে কি হবে তার উত্তরে জানিয়েছেন যে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে চূড়ান্ত মতামত দেবেন।

Related Articles