লকডাউনে মাত্র ১টাকায় পেটভরে খাবার! মানবিকতার নজির গড়লেন অসমের এক ব্যক্তি

1 টাকায় মিলছে দুপুরের খাবার। অবাক হচ্ছেন?ভাবছেন 200 বছর আগের কোন এক রাজার আমলের গল্প… না ঘটনাটি লকডাউন এর। লকডাউনের ফলে বন্ধ সবকিছু। কিন্তু এই মারন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন চিকিৎসক, চিকিৎসা কর্মীরা, পুলিশ ও যারা জরুরী বিভাগে রয়েছেন। দেশ ও দশের স্বার্থে নিয়োজিত রয়েছেন নেই কোনো কর্মবিরতি।বআর তাদের কথা ভেবেই শুরু হয়েছে 1 টাকা খাবার। আর এই ঘটনাটি ঘটেছে অসমের হোজাই জেলায়। মাত্র এক টাকার বিনিময় করোণা আবহে সকলের মুখে অন্ন তুলে দিতে এক ধাঁধা মালিক কে খাবারের আয়োজন করে। এই এক টাকার খাবার পাবেন ট্রাকচালক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীরা।
হোজাই জেলার শংকর নগরের ধাবা চালান দেবু সাহা লকডাউন ও করোনার সংক্রমনের জেরে বন্ধ একাধিক দোকান ফলে জরুরী পরিষেবা দিতে গিয়ে খাবার পাচ্ছেন না করোণা আবহের সামনের সারিতে লড়াই চালিয়ে যাওয়া মানুষেরা। তাই এইসব মানুষদের মুখে অন্ন তুলে দিতে 1 টাকায় খাবারের আয়োজন করেছেন অসমের এই ধাবা মালিক দেবু সাহা।
তার বক্তব্য “আমার দোকানে সাধারণত এক বেলা খাবারের দাম 50 টাকা। তাই সেই খাবার যাতে এই মুহূর্তে জরুরী পরিষেবা প্রদানকারীরা পেতে পারে তাই এক টাকার কুপন এর ব্যবস্থা করা হয়েছে।” তার সাথে জড়িত রয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক যারা এই কাজে সাহায্য করেছেন তাকে। দেবু সাহার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন।