দেশে বাড়বে লকডাউন! আগামীকাল সকাল ‘দশ’টায় জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী

Advertisement

দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, এখনও পর্যন্ত আক্রান্ত ১০০০০ ছুঁই ছুঁই। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৬ জন। মৃত্যু হয়েছে ৩০০-র বেশি মানুষের। দেশে এই ভয়াবহ পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। দেশে করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় দেশবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisements

গত শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এই বৈঠকে তিনি বলেন, দেশে করোনা মোকাবিলায় সব রাজ্যের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করবেন তিনি। লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়েও সহমত পেশ করেছেন মোদি। এমন জটিল পরিস্থিতিতে লক ডাউনের মাধ্যমেই দেশের সংক্রমণকে দমানো যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

Advertisements

সূত্রের খবর, আগামীকাল সকাল ১০টায় দেশে লক ডাউনের মেয়াদ বাড়ানো এবং বিশেষ কিছু ক্ষেত্রে লক ডাউনের শর্ত শিথিল, এইসব বিষয়েও বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকারখানার শ্রমিক ও উৎপাদন পরিসরে কতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু স্যানিটাইজ করা প্রয়োজন, সেইসব বিষয়েও কিছু বার্তা দিতে পারেন তিনি।

Related Articles