নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

আমেরিকায় ওষুধ না পাঠালে তৈরি থাকুন! ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের যে সমস্ত দেশ গুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো চীন ও ইতালি। এই দুটি দেশের পরে করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়া যে দেশটির নাম উঠে আসে তাহলো আমেরিকা যুক্তরাষ্ট্র। হু হু করে

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের যে সমস্ত দেশ গুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো চীন ও ইতালি। এই দুটি দেশের পরে করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়া যে দেশটির নাম উঠে আসে তাহলো আমেরিকা যুক্তরাষ্ট্র। হু হু করে এখন সেই দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই অবস্থায় ভারতকে রীতিমতো হুমকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর। ট্রাম্প ভারতবর্ষে করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। তবে সে কথায় ছিল হুমকির সুর।

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প বলেছেন যদি ভারত হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওষুধের সরবরাহের ব্যবস্থা না করে তবে এর যথাযোগ্য উত্তর দেবে আমেরিকা। গত সোমবার অর্থাৎ ৬ ই এপ্রিল ট্রাম্প করোনাভাইরাস টাস্কফোর্স ব্রিফিংয়ের সময় হোয়াইট হাউসে বলেন যে, “ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভাল ব্যবহারই করছে এবং এখানে আমি ভারত আমেরিকা যুক্তরাষ্ট্রে ওষুধের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করবে এমন কোনও কারণ দেখতে পাচ্ছি না। আমি রবিবার সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। আমি বলেছি যে আপনি যদি হাইড্রোক্সিক্লোরোক্যুইন সরবরাহের ব্যবস্থা করেন তবে আমরা এই পদক্ষেপকে সম্মান করব। আর যদি সরবরাহের অনুমতি না দেন, তাহলেও ঠিক আছে! কিন্তু হ্যাঁ, আমাদের থেকেও এরপর এমনই ব্যবহার পাবেন তা জেনে রাখবেন।”

ট্রাম্প ফোনেই মোদিকে একথা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে, আমেরিকার অবস্থা শোচনীয়। এমন অবস্থায় ভারতবর্ষ থেকে এই ওষুধের জোগান খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারত এই ওষুধ রপ্তানি করে তবে আমেরিকায় করোনা সংক্রমণ আটকানো সম্ভব হবে না। এমনকি ট্রাম্প নিজেও এই ওষুধ খাবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে মোদি ট্রাম্পের আবেদন কে সম্মান জানিয়ে এবং ভারতবর্ষের করোনা সংক্রমনের পরিস্থিতি মাথায় রেখেই এই ওষুধের রফতানির উপর নিষেধাজ্ঞা লাগু করেছে।