ভারতে গত ২৪ ঘন্টায় সর্বাধিক মৃত্যু! পাঁচ হাজার পেরোলো করোনায় আক্রান্তের সংখ্যা

প্রীতম দাস : সারা বিশ্বের মতো নভেল করোনাভাইরাস ভারতে থাবা বসিয়েছে। ভারতে এই ভাইরাসের প্রভাব থেকে বা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য লকডাউন চলছে। শুধু ভারতেই নয় বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন একমাত্র হাতিয়ার। এই ভাইরাসের ওষুধ বের করার জন্য বিজ্ঞানীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের লকডাউন চলা সত্বেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় ভারতে প্রায় ৩৫ জন এই ভাইরাসে শিকার হয়েছেন। বর্তমানে ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এখনো পর্যন্ত 149 জন মানুষের মৃত্যু ঘটেছে এই ভাইরাসে।
ইতিমধ্যেই উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য জানিয়েছে যে 14 ই এপ্রিল এর পরেও তারা এই লকডাউন কে চালিয়ে যেতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান যে , সঠিক সময় পরিস্থিতি খতিয়ে দেখে জাতীয় স্বার্থে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তেলেঙ্গানা সরকার জানিয়েছেন বোস্টন কনসাল্টিং নামে এক সংস্থা সমীক্ষা চালিয়ে জানিয়েছেন বর্তমান পরিস্থিতি ও সংক্রমনের হারের বিবেচনা করে আগামী 3 জুন পর্যন্ত লকডাউন বর্ধিত করা উচিত।
তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ওই সংস্থার সমীক্ষা অনুযায়ী পয়লা জুন এর মধ্যে সংক্রমণের হার অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে। ফলে আমাদের এখন থেকে অনেক সতর্ক হতে হবে।