ভারতে করোনা মোকাবিলায় চীনের চিকিৎসা সামগ্রী! আমদানি করলো অসম সরকার

ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাস তৈরি করে বিশ্বে ছড়িয়ে দিয়েছে চীন এই ধরনের সমস্ত অভিযোগ উঠেছিল চীনের বিরুদ্ধে ।চাইনিজ ভাইরাস নামে ডাকা হচ্ছিল ওই মারন ভাইরাসটিকে এই ধরনের সম্বোধনে তীব্র আপত্তি জানিয়েছিল চীনা দূতাবাসের মুখপাত্র।
যেখানে কিছু মানুষ দাবি তুলেছিল চীনকে বয়কট করার ডাক দিয়েছিল সেখানে এসেই চীন থেকে পিপিই পৌঁছে গেল বিজেপি শাসিত অসমে। বুধবার রাতে গুয়াহাটি বিমানবন্দরে এ কিট গ্রহণ করে অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। শত্রু দেশ চীন থেকে ভারতের এল প্রচুর পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট কিট ।পাশাপাশি এই দিনে চীনের গুয়াংজু থেকে রাপিড টেস্টের অসংখ্য কিট ভারতের জন্য রওনা দিয়েছে।
বিদেশ থেকে এই কিট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন অসম সরকার। কিন্তু এখন করোনা ভাইরাসের তান্ডবে গোটা বিশ্ব নাজেহাল একমাত্র চীনের পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় সেখান থেকেই কিট কেনার সিদ্ধান্ত নেয়া অসম। কিটগুলি আসার পর হেমন্ত টুইটারে বলছেন এই কিট আমাদের চিকিৎসক আর নার্সদের কাছে বড়ো ভরসার ব্যাপার।
Another BIG reason to cheer!
Keeping life first as the motive, we're glad to have imported 50,000 PPE kits from Guangzhou,China. I am happy to receive this special flight along with @Pijush_hazarika at #Guwahati airport just now. A big reassurance for our doctors & nurses. pic.twitter.com/nFkFkwfPQZ
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 15, 2020
প্রসঙ্গত চীন থেকে ভারতের পথে সাড়ে 6 লক্ষ রাপিড আন্টি বডি টেস্ট আর RNA EXTRACTION kit রওনা হয়েছে বলে জানিয়েছেন চীনের ভারতের রাষ্ট্রদূত বিকাশ মিস্ত্রি। এছাড়াও ভারত নিজেদের উদ্যোগেও এই কিট তৈরি করছে। এরপর গোটা দেশেই করো না পরীক্ষা আরো গতিশীল হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।