ভারতে করোনায় মৃত্যু ৭৭৫ জনের! আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁই ছুঁই

Advertisement

ভারতে আজ অনেকটাই বেড়ে গেলো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৯ জন মানুষ এবং প্রাণহানি হয়েছে ৫৭ জনের। ভারতে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪,৫০৬ জন। অপর দিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৫ জন।

Advertisements

করোনা মোকাবিলায় একের পর এক বড়সড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র থেকে দেশের সমস্ত রাজ্য সরকার। গত ২৫শে মার্চ থেকে দেশজুড়ে চলছে টানা লকডাউন। বন্ধ সমস্ত আয়ের রাস্তা এর জেরে ধুঁকছে দেশের অর্থব্যবস্থা। তবে ধীরে ধীরে করোনা সংক্রমিত নয় এমন এলাকাগুলোতে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়া নির্দেশিকায় জানিয়েছে করোনার হটস্পটের আওতার বাইরে থাকা এলাকা গুলিতে নির্দিষ্ট শর্ত মেনে কিছু দোকান খোলা যাবে। তবে শপিং মলগুলো খোলা যাবে না।

Advertisements

দেশে করোনার প্রভাব বৃদ্ধির সঙ্গে রয়েছে কিছুটা স্বস্তির খবর।দেশে ক্রমেই বাড়ছে করোনার আক্রমণ থেকে বেঁচে ফিরে আসা মানুষজনের সংখ্যা। সরকারি সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত মারণ এই ভাইরাসের এর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ২০.৬৬ শতাংশ।

Related Articles