নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

ভারতে করোনার মারণ থাবা! গত ২৪ ঘন্টায় মৃত ৩৩ জন! মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার

দেবপ্রিয়া সরকার : গত বছর ডিসেম্বর মাসে চীনের উহান মার্কেট থেকে প্রথম ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এরপর সেই ভাইরাস সারা বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে। মানব ইতিহাসে এই ভাইরাসের কোনরকম উল্লেখ না থাকায় দেশের তাবড় তাবড় চিকিৎসাবিজ্ঞানীরা নাকানি-চুবানি খাচ্ছে এই ভাইরাসের

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : গত বছর ডিসেম্বর মাসে চীনের উহান মার্কেট থেকে প্রথম ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এরপর সেই ভাইরাস সারা বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে। মানব ইতিহাসে এই ভাইরাসের কোনরকম উল্লেখ না থাকায় দেশের তাবড় তাবড় চিকিৎসাবিজ্ঞানীরা নাকানি-চুবানি খাচ্ছে এই ভাইরাসের টিকা আবিষ্কার করতে গিয়ে। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বেশ কিছু দেশ এই মুহূর্তে লকডাউনের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। এরমধ্যে রয়েছে ভারতও। করোনা ভাইরাস প্রতিরোধী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সারা দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি হলেও আটকানো যাচ্ছে না করোনার সংক্রমণ। দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা ভাইরাসে এখন মোট সংক্রমিত ৬,৪১২ জন। নতুন করে ১৯৯ জনের শরীরে সংক্রমণ দেখা দিয়েছে। দেশে গত ২৪ ঘন্টার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। ভারতে করোনা ভাইরাসের সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। সেখানে এখনও পর্যন্ত ১,৩৬৪ জন COVID-19 পজিটিভ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাস সংক্রমণ হতে গেলে তার আগে সংক্রমণকে চিহ্নিত করা প্রয়োজন। চিহ্নিত করার জন্য মুম্বাইয়ের মতো জনবহুল দেশ গুলিতে আরো টেস্ট কিট আনা হয়েছে। বেশ কয়েকটি সরকারি ল্যাবেও করোনা পরীক্ষার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। এখনো পর্যন্ত যতজন মানুষের করোনা টেস্ট হয়েছে তার মধ্যে ৫ শতাংশ মানুষ করোনা ধরা পড়েছে। এই পরিসংখ্যান অনুযায়ী নতুন দিনের স্বপ্ন দেখছে ভারত। তবে কথায় আছে ‘সাবধানের মার নেই’। তাই আরো সতর্ক থাকতে হবে দেশের মানুষকে। সারা দেশজুড়ে এই মুহূর্তে লকডাউন চলছে। আগামী ১৪ তারিখ লকডাউন ওঠার কথা। কিন্তু আদৌ সেদিন লকডাউন তোলা হবে কিনা সেই নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

ইতিমধ্যে দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছে ওড়িশা। ওড়িশা রাজ্যে ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে। এখনো পর্যন্ত বাংলা যা পরিস্থিতি তাতে ১৪ ই এপ্রিলের পর লকডাউন উঠবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে লক্ষ্য করা গেছে তারা হয় বিদেশ থেকে ঘুরে এসেছিলেন বা বিদেশ থেকে আসা ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন। তবে ICMR এর নতুন সিদ্ধান্তে এখন শুধুমাত্র বিদেশ থেকে আসা বা বিদেশি মানুষের সংস্পর্শে যাওয়া ব্যক্তির শরীরে করোনা পরীক্ষা করা হবে তা নয়, করোনার লক্ষণ দেখা যাবে এমন সব ব্যক্তিকে করোনা পরীক্ষা করা হবে। তাতে সংক্রমণ আরো কিছুটা হলেও আটকানো সম্ভব হবে।