ভারতে একদিনে রেকর্ড মৃত্যু! করোনায় আক্রান্তের সংখ্যা ১৮,৬০১

Advertisement

করোনা সংক্রমন রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। তবুও কমতি নেই, প্রতিদিনই একের পর এক মানুষের প্রাণ কাড়ছে এই মারণ ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র্কের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে এই প্রথম এক দিনে এত জনের প্রাণ কারলো করোনা। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬০১ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছে মোট ৫৯০ জন।

Advertisements

অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১,৩৩৬ জন। তবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হলেও বাড়ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত সপ্তাহ থেকেই এই উন্নতিটা চোখে পড়ছে। আজ মঙ্গলবার যেমন এতদিনের তুলনায় সর্বাধিক সুস্থতার পরিসংখ্যান মিলেছে। সংখ্যার হিসাবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭০৫ জন। শতকরা হিসাবে মঙ্গলবারে করোনাকে হারিয়ে সুস্থ জীবন লাভ করেছে ১৭.৪৮ জন।

Advertisements

Related Articles