ভারতে একদিনে রেকর্ড করোনা আক্রান্ত! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২৪
Advertisement

ভারতে এই প্রথম একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী দেশে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬,৪৯৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮২৪ জনের। সরকারি সূত্রে খবর, মৃত ৮২৪ জনের মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টার মধ্যে।
Advertisements
দেশে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশের মোট করোনা আক্রান্তের ১৩.৮ শতাংশ মহারাষ্ট্রে। এবং দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৭.৬ শতাংশ মুম্বাইয়ের বাসিন্দা। অপর দিকে গুজরাটে করোনা আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ ব্যক্তি আমেদাবাদের বসবাসকারী।
Advertisements