নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

ভারতে আসছে চীনা অনুদান! ১ লক্ষ ৭০ হাজার PPE দান করলো চীন সরকার

দেবপ্রিয়া সরকার : করোনা আক্রান্তে ভারতের অবস্থা অত্যন্ত সঙ্কটময়। এই পরিস্থিতিতে ভারত কে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল চীন। ভারতকে ১ লক্ষ ৭০ হাজার PPE অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট দান করছে চিন। ভারতের কাছে PPE এর সংখ্যা মাত্র ২০ হাজার।

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : করোনা আক্রান্তে ভারতের অবস্থা অত্যন্ত সঙ্কটময়। এই পরিস্থিতিতে ভারত কে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল চীন। ভারতকে ১ লক্ষ ৭০ হাজার PPE অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট দান করছে চিন। ভারতের কাছে PPE এর সংখ্যা মাত্র ২০ হাজার। এ বিপুল পরিমাণ সাহায্য প্রেম স্বাভাবিকভাবেই ভারতের বিভিন্ন রাজ্যের PPE এর সংখ্যা বেড়েছে। যদিও এর আগে চিন ভারতকে ভেন্টিলেটর দিয়েও সাহায্যের প্রস্তাব দিয়েছে। ৮০ লক্ষ পিপিই-র অর্ডার সিঙ্গাপুরের একটি কোম্পানিকে দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত

১১ এপ্রিল থেকে এই পিপিই ভারতে এসে পৌঁছতে শুরু করবে। দেশের বিভিন্ন রাজ্যের PPE এর সংখ্যা কম হওয়ায় সরকার নিজে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চীন থেকে সেই PPE পাওয়া গেলে দেশে PPE এর ঘাটতি পূরণ হবে অনেকটাই বলে আশা সরকারের। এর আগে সরকার ২০ লক্ষেরও বেশি N95 মাস্ক হাসপাতালগুলিকে দিয়েছে। আপাতত ১৬ লক্ষ N95 মাস্ক সরকারের কাছে রয়েছে। ভারতের দ্রুতগতিতে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

ভারতবর্ষে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে যার মধ্যে মৃত্যু হয়েছে ১১৪ জনের। গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ৭০৪ টি খবর প্রকাশ্যে এসেছে। ভারতে এই ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩২৫। আপাতত দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। লকডাউন আরো চলবে কিনা এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার এবং সঠিক সময়ে তা ঘোষণা করে দেওয়া হবে।