Advertisements

ভারতে আরো ভয়াবহ হচ্ছে পরিস্থিতি! করোনায় আক্রান্তের সংখ্যা পেরোলো ১৫ হাজার

Advertisements

সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে এই ভাইরাসের উৎপত্তি হয় তার এরপর থেকে দাবানলের মতো একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে।বাদ পড়েনি ভারতও,মনে করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে সম্ভবত করোনা সংক্রমণের হার শীর্ষে পৌঁছাবে ভারত তবে তারপর থেকে আক্রান্তের পরিমাণ কমতে শুরু করবে

দেশে করোনা আক্রান্তের সংখ্যা এবার 15 হাজার ছাড়িয়েছে। সংখ্যাটা বর্তমানে 15707। এখনো পর্যন্ত ভারতে 507 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে 1329 জন আক্রান্ত হয়েছেন এবং গত 24 ঘন্টায় 27 জন মৃত্যুর কবলে ঢলে পড়েছেন।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তার বাসভবনের অন্যান্য মন্ত্রীদের সাথে একটি বৈঠক করেন। মানুষের সুরক্ষার কথা ভেবেই 3মে পর্যন্ত লক ডাউন চলবে কিন্তু এর মধ্যে সাধারন মানুষের ত্রানের জন্যও এগিয়ে আসতে হবে। কী কী ভূমিকা তারা নিতে পারবেন এই নিয়ে বৈঠক হয় সেদিন। কিছুদিন আগে মোদির বলেছিলেন কিছু জায়গায় কুড়ি এপ্রিল এর পর সংক্রমণ দেখা যায়নি ,তিনি ঘোষনা করেন এই স্থানগুলিতে কিছু কিছু আর্থিক সক্রিয়তা শুরু করা হবে। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অমিত শাহর দিল্লিতে নর্থ ব্লকে ওয়ার রুমে কোভিড 19 পরিস্থিতি পর্যালোচনা করেন।

শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে সতর্ক করে বলেন লক ডাউনের সময় সামাজিক দূরত্ব আপনারা মেনে চলুন এটাই একমাত্র উপায়।

Related Articles