ভারতের কাছে করোনার নতুন দাওয়াই, সুস্থ হচ্ছে রোগী

করোনার জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। মারণ এই ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় খুঁজতে ব্যাস্ত সমস্ত দেশের বিজ্ঞানীরা। তারই মধ্যে আশার আলো দেখালো দিল্লির এক হাসপাতাল। দক্ষিণ দিল্লির ম্যাক্স সাকেত হাসপাতালে করোনা রোগীদের উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্লাজমা থেরাপি প্রয়োগে সাফল্য পাওয়া যাচ্ছে। সুস্থ হয়ে উঠছে রোগী।
হাসপাতাল সূত্রে খবর, গত ১৪ই এপ্রিল এক করোনা রোগীর অবস্থা আশঙ্কা জনক হয়ে ওঠে। তখন পরিবারের লোকেরা ওই রোগীর শরীরে প্লাজমা থেরাপি করার অনুরোধ জানায়। তাদের অনুরোধে মান্যতা দিয়ে চেষ্টা করে দেখেন চিকিৎসকরা। প্লাজমা থেরাপি প্রয়োগের চতুর্থ দিনে অনেকটা সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। আইসিইউ থেকে সরিয়ে আপাতত তাকে সাপ্লিমেন্টারি অক্সিজেনে রাখা হয়েছে।
হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সন্দ্বীপ বুদ্ধি রাজা জানিয়েছেন, এই ব্যাপারে তারা খুবই খুশি। করোনার চিকিৎসায় নতুন পথ হতে পারে এটা। কিন্ত প্লাজমা থেরাপিকে ১০০ শতাংশ ক্রেডিট দেওয়া যাবে না। কারণ রোগীর ওপরে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগের পাশাপাশি অন্যান্য স্ট্যান্ডার্ড চিকিৎসা প্রটোকল প্রয়োগ করা হয়েছিল। তবে প্লাজমা থেরাপি খুবই কার্যকরী হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠেছে রোগী।