নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

ভারতীয় ফুটবলের নক্ষত্র পতন! প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়! শোকের ছায়া গোটা দেশে

দেবপ্রিয়া সরকার : অবশেষে ভারতীয় ফুটবলের নক্ষত্র পতন। শুক্রবার বেলা ১২.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ওরফে পিকে বন্দোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর অকাল প্রয়াণে সমাপ্তি ঘটল ভারতীয় ফুটবলে এক অধ্যায়ের। দীর্ঘদিন

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : অবশেষে ভারতীয় ফুটবলের নক্ষত্র পতন। শুক্রবার বেলা ১২.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ওরফে পিকে বন্দোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর অকাল প্রয়াণে সমাপ্তি ঘটল ভারতীয় ফুটবলে এক অধ্যায়ের। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন ফুটবলার পিকে বন্দোপাধ্যায়। বিগত একমাস ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত

গত সোমবার থেকে তাঁর অবস্থা সঙ্কটজনক পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়। সেদিন থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। ভেন্টিলেশনে রাখলেও তার অবস্থা ক্রমশ অবনতির দিকে এগোতে থাকে। প্রধানত ফুসফুসে সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হন তিনি। পরে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। ফুসফুস সংক্রমণের পাশাপাশি ছিল শ্বাস কষ্টের সমস্যা। এছাড়া হৃদযন্ত্রের সমস্যাও ছিল তাঁর। যত দিন যেতে থাকে তত তার অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে।

ভেন্টিলেশনে চিকিৎসাধীন থাকলেও ক্রমশই যেন নিস্তেজ হয়ে পড়ছিলেন তিনি। শুক্রবার চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায়, অনেক ডাকাডাকিতেও আর সাড়া দেয়নি পিকে বন্দ্যোপাধ্যায়। সমস্ত পরিশ্রম,‌ সমস্ত চেষ্টা বিফলে ফেলে চিরবিদায় নিলেন ভারতের অন্যতম কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়।