Advertisements

বড় খবর- ভারতের সমস্ত মন্ত্রী ও সাংসদদের বেতনে কাটছাঁট!

Advertisements

প্রীতম দাস : করোনা ভাইরাস এর জেরে অর্থনীতির উপর জোর আঘাত এসেছে বিশ্বজুড়ে। সারা বিশ্বে 12 লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাদ যায়নি আমাদের 130 কোটির ভারত বর্ষ। বর্তমানে ভারতে করনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4000 পার করে গেছে। এদের মধ্যে 292 জন সুস্থ হয়ে উঠেছে। দেশের আপৎকালীন পরিস্থিতিতে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি , উপরাষ্ট্রপতি ও অন্যান্য রাজ্যপাল গণ সিদ্ধান্ত নিলেন যে তারা আগামী এক বছর পর্যন্ত তাদের বেতনের 30% কম নেবেন। করোনাভাইরাস মোকাবিলায় ও অর্থনৈতিক বিপর্যয় সামলাতে অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে চলে যাবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছে সরকার। পাশাপাশি মন্ত্রিসভায় আরো একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আগামী দুই বছরের সাংসদ তহবিলের 7900 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পর এই বৈঠক হয়। তার ভাষণে প্রধানমন্ত্রী সবাইকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে আহ্বান জানান।

Related Articles