দেবপ্রিয়া সরকার : দেশে দিন দিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করোনা রোগীদের চিকিৎসার জন্য কম পড়ে যাচ্ছে চিকিৎসা কেন্দ্র। কলকাতা মেডিকেল কলেজকে বর্তমানে শুধুমাত্র করোনা চিকিৎসাকেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামটিকে করোনা চিকিৎসার জন্য কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তরিত করা হয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে দেশকে উদ্ধার করার জন্য রাজ্য ও কেন্দ্র একত্রিত হয়ে দাঁড়িয়েছে দেশের মানুষের পাশে। এমন সময় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্সকে ব্যবহারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সংবাদ সংস্থা PTI-কে সৌরভ গাঙ্গুলি সাফ জানিয়েছেন, “সরকার যদি চায় ইডেনের ইন্ডোর এবং ডরমিটরিকে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করে তোলা যেতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত”। দেশের যা অবস্থা তাতে প্রয়োজন হতে পারে আরো স্টেডিয়ামের। সেই জন্যেই ইডেন নিয়ে আগাম বার্তা দিয়ে রাখলেন সৌরভ গাঙ্গুলী। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইডেনের সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে। সেই নিয়ে কোন রকম সমস্যা তৈরি হবে না বলে আশ্বাস দিলেন সৌরভ গাঙ্গুলী।