ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা! সকলের জানা জরুরি

করোনা ভাইরাসের প্রভাবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত চলছে দেশজুড়ে লকডাউন। দেশে লকডাউন ঘোষিত হওয়ার সঙ্গে জানানো হয়েছিল এই সময় একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে সমস্ত ব্যাংক। এক সপ্তাহ পরে সিদ্ধান্ত বদল করে ঘোষণা করা হয় স্বাভাবিক ভাবেই চলবে ব্যাংক পরিষেবা। ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিলেও খুব বেশি দিন বখোলা থাকছে না ব্যাংক। এই এপ্রিলেই মোট ১৪ দিন বন্ধ থাকবে দেশের সমস্ত ব্যাংক।
তবে এই ১৪ দিন ব্যাংক বন্ধ থাকলেও চালু থাকছে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম পরিষেবা। কিন্তু এখানেও সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। কারণ এতদিন ব্যাংক বন্ধ থাকায় এটিএম গুলিতে টাকা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই দরকার বুঝে আগে থেকেই টাকা তুলে রাখুন।
একনজরে দেখেনিন এই এপ্রিলে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাংক-
পয়লা এপ্রিল- ব্যাংকিং সংস্থার বার্ষিক ছুটি।
২রা এপ্রিল- রাম নবমীর ছুটি।
৬ই এপ্রিল- মহাবীর জয়ন্তীর ছুটি।
১০ই এপ্রিল- গুড ফ্রাইডের ছুটি।
১১ই এপ্রিল- দ্বিতীয় শনিবার ছুটি।
১৩ই এপ্রিল –বৈশাখী, বিহু, বোহাগ বিহু, চিরোবা।
১৪ই এপ্রিল – বাংলা নববর্ষ দিবস, তামিল নববর্ষ দিবস, আম্বেদকর জয়ন্তীর ছুটি।
১৫ই এপ্রিল – হিমাচল দিবস ও বোহাগ বিহুর ছুটি।
২০ই এপ্রিল- গড়িয়া পূজোর ছুটি।
২৫শে এপ্রিল – পরশুরাম জয়ন্তীর ছুটি।
এই ছুটি গুলির সঙ্গে রয়েছে চারটি রবিবার।