লকডাউন অমান্য করে বুদ্ধপূর্ণিমায় পূণ্য স্নান, প্রাণ হারালো এক কিশোর

Advertisement

নদীয়া :- নদীয়া জেলার শান্তিপুর সুত্রাগড়ের একাদশ শ্রেণীর ছাত্র অপূর্ব প্রামাণিক পিতা মিন্টু প্রামানিক 17 বছরের এক কিশোর তলিয়ে গেল গভীর জলে। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অপূর্বর দুইমাসি এবং মাসির ছেলেরা মোট পাঁচজন দুপুর 1 টা নাগাদ স্নান করতে যান শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে। ছজনের মধ্যে একমাত্র রাজু পরামানিক সাঁতার কাটতে জানতো, কিন্তু তার মাসতুতো ভাই অপূর্ব হঠাৎ চলে যেতে দেখে, বাকিরা সকলে বাঁচাতে গেলে তারাও তলিয়ে যেতে থাকে।

Advertisements

সাঁতার জানা রাজুকে সকলে আঁকড়ে ধরে, কিন্তু আচমকাই হাত থেকে ফসকে যায় অপূর্ব! নিমেষের মধ্যে সলিল সমাধি। শান্তিপুর থানার প্রশাসন এসে উপস্থিত হয় ঘাটে। ক্ষণিকের মধ্যেই কিছুটা দূরে কোন একটি জায়গায় আটকে থাকা দেহ দেখতে পেয়ে মাঝিরা উদ্ধার করে তাকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়।

Advertisements

Related Articles