বিমানে করোনায় আক্রান্ত যাত্রী! আতঙ্কে জানলা দিয়ে ঝাঁপ পাইলটের

দেবপ্রিয়া সরকার : বর্তমানে করোনাভাইরাসের আতঙ্কের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটা মানুষ ভয়ে সিঁটিয়ে রয়েছে ঘরে। দিনদিন ক্রমে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৬। এর মধ্যে গতকাল, অর্থাৎ রবিবারই আক্রান্তের সংখ্যা ৮১ ছাড়িয়েছে। চারিদিকে সকলেই আপ্রান বাঁচার চেষ্টা করে চলেছে এই ভাইরাসের কবল থেকে। এরই মধ্যে ভাইরাস থেকে বাঁচার তাগিদে ছেলেমানুষি করে বসল এক বিমান পাইলট। পাইলটটি এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লি গামী প্লেনের।
জানা যায় বিমানটিতে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে এমন এক যাত্রী ছিলেন। এটি জানার পরেই ঘাবড়ে যায় পাইলট। অন্যান্য বিমানযাত্রী ও কর্মীরা এতে ভয় পেয়েছিলেন। কিন্তু ভয়ে ঘাবড়ে গিয়ে পাইলট যা করে বসলো তা একেবারেই ছেলেমানুষি। বিমানটি অবতরণের পর তাঁর সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের “সেকেন্ড এক্সিট” অর্থাৎ দ্বিতীয় দরজাটি। সেটি দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি। ২০ মার্চ এয়ার এশিয়ার ভারতের I5-732 বিমানটিতে এমন অদ্ভুত কাণ্ড ঘটে। বিমানটি দিল্লির বিমানবন্দরে আসার পর কোন রকম ঝুঁকি নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই বিমানে থাকা সকল যাত্রীর থার্মাল স্ক্যানিং করানো হয়।
যদিও সকলের Covid-19 নেগেটিভ এসেছে। বিমানকর্মীদের সূত্রে জানা যায় করোনা ভাইরাসের লক্ষণ যুক্ত ওই ব্যক্তি বিমানের প্রথম সারিতে বসে ছিলেন। এরপর ঘটনাটি জানাজানি হওয়ার পর আতঙ্ক সৃষ্টি হয় গোটা বিমানে। এয়ার এশিয়ার মুখপাত্র বলেছেন, “আমাদের ক্রুরা এই জাতীয় ঘটনায় কী করতে হবে তার জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। এর পাশাপাশি আমরা জানাতে চাই যে, আমরা বর্তমান পরিস্থিতির মধ্যেও অত্যন্ত যত্ন সহকারে যাত্রীদের পরিষেবা দিতে চাই”।