বিপদের দিনে দেশের দরিদ্র অসহায় মানুষদের সাহায্যার্থে কিন্নর সমাজ!

প্রীতম দাস : দেশজুড়ে এখন করোনাভাইরাস এর প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশ ও জাতিকে রক্ষা করার উদ্দেশ্যে সরকারের তরফ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু যারা নিম্নবিত্ত দিন আনে দিন খায় প্রকৃতি মানুষ তাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।
দুঃস্থ মানব জাতির সেবায় ইতিমধ্যে রামকৃষ্ণ মিশন নিজ ধর্ম পালন করতে শুরু করে দিয়েছে। এবার দেশের এই বিপদের দিনে আর্ত, দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালো কিন্নর সমাজ। মুম্বাইয়ের নয়ডা এলাকায় গাড়ি ভর্তির আসন নিয়ে এসে গরিব মানুষদের মধ্যে বিতরণ করার চিত্র ধরা পড়েছে। বারাণসীতে কিন্নর সমাজ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সমস্ত গরীব মজুরদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন। এবং এই খাদ্য সামগ্রী বিতরণ করার সময় প্রত্যেক কিন্নরের মুখে মাস্ক লাগানো ছিল।
উত্তর প্রদেশের মুজাফফরনগরে কিন্নর সমাজ নিজেদের পয়সায় 10 কিলো আটা , চিনি , চায়ের প্যাকেট গরিবদের দান করলেন। এছাড়াও মধ্যপ্রদেশের ডিন্দরি , গুজরাটের গোধরা এলাকাতেও ধরা পড়েছে এই একই চিত্র। এই ঘটনায় তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সবাই। কিন্নর সমাজের একজন বলেন , দেশের এই বিপদের সময়ে কিন্নর সমাজের সবাইকে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।