বাড়ছে লকডাউনের মেয়াদ! বিমান পরিষেবায় বিশেষ ছাড় দিতে চলেছে কেন্দ্র সরকার

Advertisement

দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। বন্ধ আন্তর্জাতিক ও অন্তরদেশীয় সমস্ত বিমান পরিষেবা। শুধুমাত্র কার্গো বিমান ও কিছু বিশেষ বিমান চালু রাখা হয়। আগামীকাল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বাড়তে পারে সেই সময়সীমা। অসামরিক বিমান পরিবহন সূত্রে খবর, লকডাউনের মেয়াদ বাড়লেও বিমান পরিসেবায় বিশেষ ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতেই হবে বিমান সংস্থা গুলিকে।

Advertisements

শনিবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। মোদী বলেছিলেন, লকডাউন বাড়ালে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করতে হবে, তার মধ্যে ছিল বিমান পরিষেবা। করোনার প্রকোপে লকডাউন দেশ। যার ফলে ভেঙে পড়েছে দেশের আর্থিক পরিকাঠামো। অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করে তুলতে এমন কিছু পদক্ষেপ নিতে হবে। কোন কোন ক্ষেত্রে শিথিল করা হবে নিষেধাজ্ঞা, সেই বিষয়ে খুব শীঘ্রই জানানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে।

Advertisements

দেশজুড়ে জারি লকডাউনে পরিষেবা বন্ধ হওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থাগুলি। সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে বিশ্বজুড়ে ২০১৯ এর ফেব্রুয়ারির তুলনায়, ২০২০ এর ফেব্রুয়ারিতে যাত্রী সংখ্যা কমেছে ১৪.১ শতাংশ। এটা যথেষ্ট চিন্তার বিষয়। দেশে বিমান পরিষেবা বন্ধ ঘোষণার কিছু দিন পরেই বেশিরভাগ বেসরকারি বিমান সংস্থা তাদের কর্মীদের বেতন কমিয়েছে এমনকি কিছু কর্মীদের বিনা বেতনেও ছুটিতে পাঠিয়েছে। তাই অর্থনীতিকে বাঁচাতে বিমান পরিষেবার উপর কেন্দ্রের তরফে বিশেষ ছাড় দেবে বলে মনে করা হচ্ছে।

Related Articles