বাতাসের মধ্যেই ধ্বংস হবে করোনা! নতুন পথের হদিস মার্কিন গবেষণায়

করোনা ভাইরাস সারা বিশ্বকে যেভাবে গ্রাস করেছে তা থেকে মুক্তির উপায় খুঁজতে নাজেহাল বিশ্বের তাবড় তাবড় চিকিৎসাবিজ্ঞানীদের। এ পরিস্থিতিতে করোনা ভাইরাস কে নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করল মার্কিন গবেষকরা। মার্কিন গবেষকরা দাবি করেছে ‘তীব্র সূর্যের আলো করোনা বিনাশে একমাত্র সক্ষম’। হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান হোয়াইট হাউসে সাংবাদিকদের সম্মেলনে উপস্থিত হয়ে দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বিজ্ঞানীরা একটি গবেষণায় দেখেছেন যে সূর্যের অতিবেগুনি রশ্মি করোনা ভাইরাসের উপর যথেষ্ট প্রভাব ফেলে সেটিকে বিনষ্ট করতে সক্ষম।
করোনা ভাইরাস কে একেবারে গোড়া থেকে নির্মূল করার উপায় খুঁজে বেড়াচ্ছে বিশ্বের সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা ভাইরাসে সারা বিশ্বের সবথেকে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। সেখানেও একই ভাবে করোনাভাইরাস কে মারার উপায় খুঁজে চলেছে চিকিৎসক বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে একটি উপায় তাঁরা খুঁজে পেয়েছে, এমনটাই দাবি করেছেন মার্কিন গবেষকরা। এদিন উইলিয়াম ব্রায়ান আরও বলেন যে, “আজ পর্যন্ত আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূর্যের আলোয় এই ভাইরাসকে বাতাসের মধ্যেই মেরে ফেলার ক্ষমতা রয়েছে। তাপমাত্রা এবং আর্দ্রতার হেরফের করেও একই রকম ফলাফল পাওয়া গেছে”। এই সংক্রান্ত গবেষণায় দেখা গিয়েছে ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ শতাংশ আদ্রতায় করোনা ভাইরাস আধঘণ্টার মধ্যে অর্ধেক হয়ে গিয়েছে। আদ্রতা পরিমাণ ৮০ শতাংশ করাতে ৬ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাসের জীবাণু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
গবেষণার এই পর্যায়ে পর যখন করোনা ভাইরাস কে নিয়ে সরাসরি সূর্যের আলোয় নিয়ে পরীক্ষা করা হলো তখন দেখা গেল মাত্র ২মিনিটের মধ্যেই করোনাভাইরাস সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছে। এই গবেষণার পর এই মার্কিন বিজ্ঞানীরা মনে করছেন, তাপমাত্রা যত বাড়বে করোনা ভাইরাস তত নির্মূল হবে। তাই দেখা গিয়েছে শীতপ্রধান দেশের তুলনায় গ্রীষ্মপ্রধান দেশে করোনা ভাইরাসের সংক্রমণ অপেক্ষাকৃত অনেকটাই কম। আমেরিকা ও ইতালির তুলনায় অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা অনেক কম। অস্ট্রেলিয়ায় করোনায় মোট সংক্রমিত হয়েছে ৭,০০০ এবং এর মধ্যে মারা গিয়েছে ৭৭ জন। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করার পর গবেষকরা জানিয়েছেন যে প্রবল তাপমাত্রা ও গরমে ভাইরাস ধ্বংস একমাত্র সম্ভব। এছাড়া এর পাশাপাশি আদ্রতার পরিমাণও প্রবল থাকতে হবে।