বাংলায় বাড়ছে করোনার আতঙ্ক! গত ২৪ ঘন্টায় সর্বাধিক আক্রান্তের সংখ্যা

Advertisement

দেশে বাড়ছে করোনার আতঙ্ক। দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের পাশাপাশি রাজ্যেও বেড়ে চলেছে করোনার হানা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লো ৫৪ জন। একদিনে আক্রান্ত হওয়ার সংখ্যার নিরিখে এখনো পর্যন্ত যা রাজ্যে সর্বোচ্চ। এবং গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। বর্তমানে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪৫। এদের মধ্যে মৃত্যু হয়েছে১২ জনের। নতুন ভাবে আক্রান্ত হওয়া ৫৪ জনের মধ্যে ৮ জন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী আছেন। সোমবার মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন এই তথ্য।

Advertisements

সরকারি পরিসংখ্যান ও বেসরকারি পরিসংখ্যানে অনেকটাই অমিল রয়েছে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই ৫৪ জন ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও ৬ জন, যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পিয়ারলেস এবং আইএলএস হাসপাতালে দুজন রোগীর করোনায় মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর এই কথা স্বীকার করেনি।

Advertisements

চিকিৎসক এবং চিকিৎসায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়েও মুখ্যসচিব বলেন, ‘চিকিৎসকরা যাতে সংক্রামিত না হন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের জন্য দু ধরনের ব্যবস্থা করা হবে। প্রথমত, চিকিৎসকদের জন্য পিপিই, মাস্ক, গগলস দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, যে রোগীরা উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’ এদিকে সোমবার থেকে মালদাতেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সেখানে ৫৯ টি পরীক্ষা করা হয়, যার মধ্যে সবগুলিই নেগেটিভ এসেছে।

Related Articles