বাংলায় দুর্বল চিকিৎসা পরিকাঠামো! উদ্বিগ্নে কেন্দ্রীয় দল, রাজ্যকে ধারালো দু’পাতার চিঠি

করোনা মোকাবিলায় রাজ্যের পরিস্থিতি কি। করোনার সংক্রমন রুখতে বা করোনার চিকিৎসায় কি কি ব্যাবস্থা নিয়েছে রাজ্য সরকার। লকডাউনের বিধিনিষেধ কি সঠিক ভাবে পালন করা হচ্ছে? এইসব খতিয়ে দেখতে রাজ্যে এক বিশেষ সদস্যদের দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। গতকাল তারা রাজ্যের বিভিন্ন হটস্পট ও সরকারি হাসপাতাল গুলি পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি রাজারহাটে থাকা কোয়ারান্টাইন সেন্টারটিও ঘুরে দেখে কেন্দ্রীয় দলটি। সূত্রের খবর, এইসব এলাকাগুলোতে ঘুরে দেখে মোটেও সন্তুষ্ট নয় কেন্দ্রীয় দল। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে একটি চিঠিও দিয়েছেন তাঁরা।
কেন্দ্রীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা অপূর্ব চন্দ্র রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে এবিষয়ে একটি দু’পাতার চিঠি দিয়েছেন। এই চিঠিতে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টার ও বাঙুর হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ধরেছেন তারা। পাশাপাশি রাজ্যে করোনা পরীক্ষার ফল আসতে এত দেরি হওয়ার কারণ জানতে চেয়েছেন কেন্দ্রীয় দল।
কলকাতার বাঙুর হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় দল। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তারা জানিয়েছেন এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি প্রক্রিয়া যথেষ্ট নয়। অন্যান্য হাসপাতাল থেকে যে সব করোনা রোগীদের বাঙু হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে তাঁদের জন্যে যথেষ্ট সংখ্যায় অ্যাম্বুলেন্সের ব্যাবস্থা নেই। এই হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৩৫৪ জন রোগী, কিন্তু ভেন্টিলেটর যুক্ত বিছানার সংখ্যা মাত্র ১২ টি। কেন্দ্রীয় দল জানিয়েছে ওই হাসপাতালের সামগ্রিক কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। এমনকী কোনও মৃতদেহের পরিবারের লোকজনকে কমপক্ষে চার ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে শংসাপত্র পাওয়ার জন্য।