Advertisements

বন্ধ স্কুল, ছাত্রদের জন্য গাছের মাথায় অনলাইন ক্লাসরুম খুললেন শিক্ষক! মহূর্তেই ভাইরাল ছবি

Advertisements

কলকাতা: লকডাউনে বন্ধ স্কুল। ছোট থেকে বড় সব পড়ুয়াদের একমাত্র ভরসা অনলাইন ক্লাস। কিন্তু অনলাইনে ক্লাস করার ছাত্র ও শিক্ষক উভয়ের জন্য ইন্টারনেটে কানেকশন জরুরি। ইন্টারনেট না থাকলে কি ক্লাস বন্ধ করতে হবে? না সেটা করলে হবে না। ক্লাসতো করাতেই হবে। তাই গাছের মাথায় অনলাইন ক্লাস রুম খুলে বসলেন এক শিক্ষক।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতার দুটি নামি স্কুলের ইতিহাসের শিক্ষক সুব্রত পতি। তার বাড়ি বাঁকুড়া জেলায়। লকডাউনে নিজের দেশের বাড়িতে রয়েছেন তিনি। তার বাড়িতে ইন্টারনেট কানেশনের অনেক সমস্যা রয়েছে। সেই কারণে ছাত্রদের অনলাইন ক্লাস করাতে বাড়ির পাশে একটি গাছের ওপর মাচা তৈরি করে নিয়েছেন। সময় মতো উঠে পড়েন তার ক্লাসরুমে। সুব্রত বাবুর এমন উদ্যোগে খুশি তার ছাত্ররা। তাকে কুর্নিশ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষও।

Related Articles