চিন্তার কোনো কারণ নেই, লকডাউন পালন করুন! দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনার জেরে বিপর্যস্ত মানব জীবন। সারা বিশ্বে মারণ থাবা বসিয়েছে চীনা ভাইরাস করোনা। বাদ পড়েনি ভারত। দেশে প্রতিদিন বাড়ছে করোনার প্রকোপ। করোনার প্রকোপ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল মোদি সরকার। গতকাল শেষ হয়েছে সেই মেয়াদ। এদিন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তাতে তিনি লক ডাউন আগামী ৩রা মে পর্যন্ত দীর্ঘায়িত করেন।
মোদির ঘোষণার পরেই দেশবাসীর উদ্দেশ্যে একটি টুইট বার্তা দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও চিন্তার কোনো কারন নেই, দেশে পর্যাপ্ত পরিমানে খাবার ও ওষুধ মজুত রয়েছে।’ দেশবাসীকে একত্রিত হয়ে এই লকডাউন সফল করার জন্য আর্জি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
করোনা মোকাবিলায় দেশের সমস্ত রাজ্যকে আহবান জানিয়ে অমিত শাহ বলেন, ‘এই সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যতটা সম্ভব গরীব মানুষদের পাশে দাঁড়ান। দুস্থদের সাহায্য করুন ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখুন’। করোনার বিরুদ্ধে লড়াই করা দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সংবাদমাধ্যম ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ এই সংকটময় অবস্থাকে কাটিয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।