whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

পৃথিবীর বাইরে নতুন গ্রহের সন্ধান, যেখানে হয় লোহার বৃষ্টি!

দেবপ্রিয়া সরকার : নতুন গ্রহের সন্ধান দিল সুইৎজারল্যান্ডের জেনিভা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে খোঁজ মিলল সেই নতুন গ্রহের। এই গ্রহে নাম দেওয়া হয়েছে WASP-76B। নেচার পত্রিকায় এই…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : নতুন গ্রহের সন্ধান দিল সুইৎজারল্যান্ডের জেনিভা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে খোঁজ মিলল সেই নতুন গ্রহের। এই গ্রহে নাম দেওয়া হয়েছে WASP-76B। নেচার পত্রিকায় এই গবেষণা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এই গ্রহ সম্পর্কে জানতে চাওয়ায় মহাকাশ গবেষকরা জানিয়েছেন এই গ্রহের তাপমাত্রা প্রচন্ড বেশি। ওই গ্রহে দিনের বেলা তাপমাত্রা থাকে ২,৪০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই তাপমাত্রায় কোন প্রাণ বেঁচে থাকার সম্ভাবনা থাকে না। তাই সেই গ্রহের কোন প্রাণের সন্ধান পাওয়া যায়নি। এত পরিমান তাপমাত্রায় লোহা সহ যাবতীয় ধাতু গলে গিয়ে বাষ্পে পরিণত হয়। এই গ্রহে বাতাসের দাপট অনেকটাই বেশি ফলে বাষ্পে পরিণত হওয়া ধাতু উড়ে যায় এবং রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসে।

আপনার জন্য নির্বাচিত

জেনিভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড আরেনরাইখ জানিয়েছেন, ‘এই গ্রহে বিকেলের দিকে বৃষ্টি হয়‌। তবে সেটি লোহা বৃষ্টি। এই গ্রহটি যে নক্ষত্রের আলোয় আলোকিত হয় সেই নক্ষত্রের দিকে গ্রহটি একটি দিক সব সময় থাকে এবং অপর দিকে সব সময় অন্ধকার। গ্রহটি ওই নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৪৩ ঘণ্টা। সূর্য থেকে পৃথিবীতে যে পরিমাণ তেজষ্ক্রিয় বিকিরণ আসে, তার চেয়ে হাজারগুণ বেশি বিকিরণ আসে ওই নক্ষত্র থেকে WASP-76B এ।

এই গ্রহে দিন ও রাতের তাপমাত্রা মধ্যে বিশাল ফারাক থাকে। এই গ্রহে অন্ধকার অর্থাৎ রাতের দিকে শীতল অংশের তাপমাত্রা থাকে ১,৫০০ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার এত পরিমান ফারাকের ফলেই এখানে বাতাসে দাপটে পরিমাণ অনেক বেশি হয়।