পৃথিবীর চেয়েও বড় ‘দ্বিতীয় পৃথিবী’! এখানে হতে পারে প্রাণসঞ্চার: NASA

Advertisement

বিজ্ঞানের কর্মবিরতি নেই এই মহামারির মধ্যেও ,চলছে নানান গবেষনা।আর এই মহাজগত মানেই রহস্যের খনি সেখান থেকে বারবার উঠে আসে নতুন তথ্য যা আরো আশ্চর্য করে দেয় আমাদের ,আরো বেশী কৌতূহলী হয়ে উঠি। ফের এরকম অবাক করা তথ্য দিয়েছে নাসা। নাসার সূত্রে খবর এক অন্য পৃথিবীর সন্ধান পেয়েছেন তারা, যা আকারে একইরকম।

Advertisements

পৃথিবী থেকে 300 আলোকবর্ষ দূরে থাকা গ্রহে খোজ মিলেছিল নাসার কেপলার টেলিস্কোপের এর সাহায্যে।বিভিন্ন সৌর নক্ষত্রের মতো বৈশিষ্ট্য থাকলেও সবচেয়ে সাদৃশ্য রয়েছে পৃথিবীর সাথে। এই গ্রহে নাকি রয়েছে হ্যাবিটেবল জোন যা জল ধারণের ক্ষমতা রাখে। আর জল মানেই যে প্রানসঞ্চারের পথ থাকবে তা বলাই বাহুল্য। এই গ্রহটির নামকরণ করা হয়েছে এক্সোপলানেট কে টু এইটটিন বি। এটি পৃথিবীর থেকে মাত্র 1.06 গুন বড় হওয়ায় পৃথিবীতে যতটা সূর্যের আলো পৌঁছয় এখানে তার 75% আলো পৌঁছয় অর্থাৎ তাপমাত্রাতেও রয়েছে সাদৃশ্য।

Advertisements

গ্রহটি মূলত 2015 সালে নাসার কেপলার স্পেসক্রাফটের নজরে আসে কিন্তু কিছু সমস্যা হওয়ায় সিদ্ধান্তে আসতে সময় লেগেছে। নাসার সাইন্স মিশন এর ডিরেক্টর এসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর থমাস জারবিউকেন বলছেন তারাদের ভিড়ে লুকিয়ে ছিল এক দ্বিতীয় পৃথিবী। ANI এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এর প্রধান কৃতিত্ব নাসা ট্রানজিটি এক্সোপলানেট সার্ভে স্যাটেলাইট মিশনে শিক্ষানবিশি করতে আসা ওই উলফ কুকিয়ার নামের শিক্ষার্থীর। এখনো অনেক জানার বাকি এই দ্বিতীয় পৃথিবীকে নিয়ে,পুরো রহস্য ভেদ করতে হয়তো আর কিছু সময় বাকি।

Related Articles