Advertisements

পুলিশে অভিযোগ দায়ের হতেই নিখোঁজ মৌলানা সাদ।

Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে যে লকডাউন জারি হয়েছিল তা অমান্য করে দিল্লির নিজামুদ্দিন তাবলিগে চলছিল ইসলামিক অনুষ্ঠান। ২৮ শে মার্চ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও তারপর নিখোঁজ হয়ে যায় ওই সংগঠনের প্রধান মৌলানা সাদ। ওই অঞ্চলটি বর্তমানে কোন ভাইরাসের আঁতুড়ঘর হয়ে উঠেছে। ওই সংগঠনের থাকা ২৩৬১ জনের মধ্যে ৬১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গিয়েছে। বাকিদের রাখা হয়েছে কোয়ারেন্টিনে।

এই ঘটনায় সংগঠনের প্রধান মৌলানা সাদ সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ইসলামিক অনুষ্ঠানের জমায়াতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ফলে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম লঙ্ঘন করা হয়। শনিবার মৌলানা সাদ কে শেষবারের মতো দেখা যায়, যখন ভাইরাস ছড়াতে সবেমাত্র শুরু করে। মৌলানা সাদ ছাড়াও যে ৬ জনের নামে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলো, জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন এবং মহম্মদ আশরাফের। এদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইনে মামলা রুজ করা হয়েছে বলে জানান দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব। জানা গিয়েছে পুলিশ প্রশাসনের বারণ সত্ত্বেও অভিযুক্ত এই ৭ জন অনুষ্ঠানে জমায়েত হওয়ার জন্য ইন্ধন জুগিয়েছিল।

এছাড়া এরা সরকারের আদেশ অমান্য করে সকলকে এক ঘরে থাকতে অনুমতি দিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ২৮ শে মার্চের আগেই চিঠি দিয়ে নিজামুদ্দিন খালি করতে বলা হয়েছিল। যদিও প্রশাসনের এই দাবি নস্যাৎ করে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, “আমরা যে সময় নোটিশ হাতে পেয়েছি, ততক্ষণে লকডাউন শুরু হয়ে গিয়েছে। আর লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে, যে যেখানে আছেন দয়া করে আগামী ২১ দিন সেখানেই থাকুন। আমরা সেই নির্দেশ পালন করেছি মাত্র।”

Related Articles