পাকিস্তানে বাড়ছে আতংক, করোনা পরীক্ষা ইমরান খানের

করোনায় বিধ্বস্ত পাকিস্তান। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে সেদেশেও বাড়ছে করোনার আতংক। এবার করোনার পরীক্ষা করা হল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। গত ১৫ এপ্রিলের ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধি। সেখান থেকে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল ইধির শরীরে। পরে জানা যায় ইধির শরীরে করোনা পজিটিভ। স্বাভাবিকভাবেই ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষা এবং কোয়ারান্টাইন প্রয়োজনীয় হয়ে পড়ে। ইতিমধ্যে ইমরান খানের COVID-19 পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়া যাবে ২৪ ঘণ্টার মধ্যে।
ককিছুদিন আগেই ইধির পুত্র স্থানীয় এক সংবাদপত্রকে জানান, ১৫ এপ্রিল ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর বাবা। বৈঠক থেকে বাড়ি ফেরার পর থেকেই তার বাবার শরীরে করোনা আক্রান্ত হওয়ার কিছু উপসর্গ দেখা দেয়। “চার দিন অবধি এই উপসর্গগুলি ছিল এবং তারপর তা কমতে থাকে।” এখন সুস্থ তিনি, বর্তমানে ইসলামাবাদেই রয়েছেন।
উল্লেখ্য, গতকাল, মঙ্গলবার পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। পাকিস্তানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৯২, করোনায় আক্রান্তের সংখ্যা ১০ ছুঁই ছুঁই।