করোনা আতঙ্কে গোটা বিশ্ব। করোনার করাল গ্রাসে ভারত, পাকিস্তান দুটি দেশই রয়েছে। তবুও নিজেদের ঘৃণ্যতম কাজ থেকে পিছু হাঁটছে না পাকিস্তান। ভয়াবহ এই বিপদের মাঝেই দিনের পর দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকবাহিনী। এবার সেই পাকিস্তানকে উচিত শিক্ষা দিলো ভারত। টেরর লঞ্চপ্যাড গুড়িয়ে দিলো ভারত। সেই দৃশ্যের ফুটেজ প্রকাশ করেছে ভারতীয় সেনা।
#WATCH Video shot from drone as Indian army precision targets Pakistani terror launch pads (video source: Indian Army) pic.twitter.com/gjTtbARadv
— ANI (@ANI) April 10, 2020
সম্প্রতি ড্রোন থেকে তোলা একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। সেই ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে একের পর এক গুলি গিয়ে পড়ছে পাকিস্থানের মাটিতে। সূত্রের খবর, শুক্রবার কেরান সেক্টরে এই হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এই হামলায় ভারতের কোনো ক্ষতি হয়নি। তবে বড়সড় শিক্ষা পেয়েছে পাকিস্তান।
কয়েকদিন আগে ভারত ও পাকিস্তানের লড়াইয়ে ভারতের ৫ জন জওয়ান জওয়ান শহীদ হয়েছিলেন। আর তার সাথে পাঁচ জঙ্গীকে নিকেশ করেছিল ভারতীয় সুরক্ষা বাহিনী।