পশ্চিমিঝঞ্জার জেরে আবহাওয়ার পরিবর্তন! আগামী ৪৮ ঘন্টার বিশেষ বার্তা দিলো আলিপুর আবহাওয়া দফতর
Advertisement

করোনার জেরে বদলে গিয়েছে গোটা বিশ্বের চলমান পরিস্থিতি। পরিস্থিতি বদল হয়েছে ভারতেরও। তারই মধ্যে রাজ্যে আবহাওয়া বদলের খবর দিলো আলিপুর আবহাওয়া দফতর। গরমের মরসুম চলে আসলেও রাজ্যে এখনই পড়ছে না তেমন গরম।
Advertisements
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বইবে পশ্চিমী ঠান্ডা হাওয়া। যার ফলে রাতের দিকে বেশ খানিকটা ঠান্ডা অনুভূত হবে।
Advertisements
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। যার জেরে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। সকালের দিকে রোদের দেখা মিললেও তেমন গরম পড়বে না।