পরিযায়ী শ্রমিদের ফেরানো হবে, কেন্দ্রের কাছে বিশেষ ট্রেনের আর্জি একাধিক রাজ্যের

Advertisement

করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি লকডাউন। এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছে বহু শ্রমিক। প্রথম দফার লকডাউনে তাদের ফেরানোর তেমন উদ্যোগ না নিলেও দ্বিতীয় দফার লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের তাদের রাজ্যে ফেরানোর অনুমতি দিয়েছে মোদি সরকার। ভিনরাজ্যে আটকে থাকা শুধু শ্রমিকদেরই নয়, পড়ুয়া ও পর্যটকদেরও ফিরিয়ে আনার ব্যাপারে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে সবুজ সঙ্কেত পেতেই ভিনরাজ্যের শ্রমিকদের ফেরানোর কাজ শুরু করে দিয়েছে দেশের বহু রাজ্য। একাজে মুখ্য ভুমিকা পালন করছে রাজস্থান সরকার। কেন্দ্র থেকে ঘোষণা করার পরেই তাঁদের রাজ্যে আটকে থাকা ৪০,০০০ শ্রমিককে ফেরানোর কাজ শুরু করেছে। কিন্তু পিছিয়ে রয়েছে বহু রাজ্য। বিশেষত দক্ষিণের রাজ্যগুলি পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য কেন্দ্রের কাছে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আর্জি জানিয়েছে।

Advertisements

Related Articles