নিশ্চিত হল পড়ুয়াদের ভবিষ্যৎ, দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলো বোর্ড

করোনাভাইরাসের কারণে লকডাউন দেশ, বাধ্য হয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে CBSE। স্থগিত হয়ে থাকা সেইসব পরীক্ষা বাতিল হচ্ছে না। স্পষ্ট জানিয়ে দিলো সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। বোর্ড সূত্রের খবর, স্থগিত পরীক্ষাগুলি কবে নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা চলছে। ৩ মে লকডাউনের শেষ দিন। লকডাউন উঠলেই নতুন তারিখ ঘোষণা করা হবে। করোনাভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন জারি করেছে মোদি সরকার। লকডাউনের প্রথম দফা শুরুর আগেই, অর্থাৎ ২৪ মার্চের আগেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দেয় CBSE।
দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা হওয়ার পরে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে জল্পনা শুরু হয়। CBSE-র এই ঘোষণায় সেই জল্পনার অবসান হয়েছে। এবিষয়ে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, “স্থগিত হওয়া পরীক্ষাগুলি নিয়ে এখনও আলোচনা চলছে এবং ৩ মে’র পরে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে।”
এর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের যে মূল্যবান সময় নষ্ট হচ্ছে সেই বিষয়টি বিবেচনা করে তাদের আগামী শিক্ষাবর্ষের সিলেবাস তৈরির কথা ভাবছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই।