নামিদামি কোম্পানির কৌটোতে নকল মধুর কারবার! পর্দাফাঁস করলো পুলিশ

Advertisement

নামিদামি কোম্পানির লেভেল লাগানো কৌটোতে নকল মধুর ব্যাবসার পর্দাফাঁস করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই তাদের কাছে অভিযোগ ছিল বাজারে নামিদামি কোম্পানির আড়ালে বিক্রি হচ্ছে নকল মধু। শুধু বর্ধমানে নয় আশেপাশের বহু বাজারেই ছড়িয়ে পড়েছে এই নকল মধু। গত বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারি চেকপোস্টের কাছে রেল লাইনের তল্লাশি চালিয়ে এই নকল মধু তৈরির কারখানার খোঁজ পায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা। তল্লাশিতে মেলে তৈরি হওয়া নকলমধু ভর্তি প্রচুর কৌটো ছাড়াও নকল মধু তৈরি করার সরঞ্জাম, নামি কোম্পানির খালি কৌটো ও লেভেল।

Advertisements

কিভাবে তৈরি করা হতো এই মধু- পুলিশ জানিয়েছে নকল এই মধু তৈরি করার জন্য বাজারে মিষ্টির দোকান থেকে মিষ্টির রসের গাদ কিনে আনা হতো। এরপর তার সঙ্গে গুড় ও এসেন্স মিশিয়ে ছাকনিতে ছেঁকে নিয়ে কিছু পরিমানে আসল মধুও মেশানো হত। তারপর নামিদামি কোম্পানির কৌটোতে ভোরে লেভেল লাগিয়ে পাঠিয়ে দেওয়া হত বিভিন্ন বাজারে। চড়া লাভের আশায় এইসব নকল মধু বিক্রি করছেন বিক্রেতারা।

Advertisements

এই ঘটনায় স্থানীয় বাসিন্দা স্বপন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বপন বিশ্বাসের বাড়িতেই তৈরি হতো এই নকল মধু। কোথায় কোথায় পাঠানো হতো এই নকল মধু। কোথায় কোন দোকানে কত পরিমানে মজুত করা আছে আর কারা জড়িত আছে এই চক্রের সঙ্গে স্বপন বিশ্বাসকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়।

বর্ধমান জেলা পুলিশ জানিয়েছে, এই মধু পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। সঙ্গে জানার চেষ্টা চলছে কোথা থেকে আসতো আসল মধুর এইসব কৌটো, লেভেল। কোম্পানির কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles