whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

ধেয়ে আসছে ঝড়বৃষ্টি! এইমুহূর্তে বিশেষ বার্তা দিলো আবহাওয়া দফতর

প্রীতম দাস : শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে রাজ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে শনিবার বৃষ্টিপাত…

Published By: Web Desk | Updated:
Advertisements

প্রীতম দাস : শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে রাজ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে শনিবার বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় জলীয়বাষ্প ঢুকে পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া ও তুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টিপাতের সঙ্গে হইতে পারে দমকা হাওয়া। তবে আগামী বেশ কয়েক দিনে তাপমাত্রার খুব একটা বেশি তারতম্য দেখা যাবে না তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রী সেলসিয়াস। বিচার করে দেখলে দেখা যায় এক্ষেত্রে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে আদ্রতা সূচকও বেশ অস্বস্তি দায়ক ছিল। বাতাসে এদিন আদ্রতার পরিমাণ ছিল 94%। তবে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে সাময়িক কিছুটা স্বস্তি পাওয়া গেল যেতে পারে।