কেউ রেহাই পাবে না, দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে! হাওড়ার ঘটনায় ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী

হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন কার্যকর করতে গিয়ে কন্টেইনমেন্ট জোন বেলিলিয়াস রোডে সাধারন জনগনের থেকে বাধা পায় পুলিস। ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ। পুলিশ সূত্রে জানা যায় গতকাল বেলিলিয়াস রোডে বাজারে ফল কিনতে অনেক লোকের একটি জমায়েত হয় তৈরি হয়। পুলিশ জমায়েত সরাতে গেলে সাধারণ মানুষ পুলিশের কথা শোনার বদলে উল্টে ঠিক ক্ষিপ্ত রূপ ধারণ করে। এরপর শুরু হয় পুলিশের উপর হামলা। পুলিশকে লক্ষ্য করে চলে পাথর বৃষ্টি। পুলিশের ২ টি গাড়িও ভাঙচুর করা হয়। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পুলিশ ব়্যাফ নামাতে বাধ্য হয়। ব়্যাফকেও ঘিরে ধরে জনতা।
এই খবর পেয়ে এরপর হাওড়া থানা ও ব্যাঁটরা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছয় টিকিয়াপাড়া এলাকায়। এরপর শত প্রচেষ্টায় যৌথ পুলিশ বাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা চলাকালীন টিকিয়াপাড়ার এক স্থানীয় বাসিন্দা পিছন থেকে পুলিশকে লাথি মারে। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ছ’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে সমগ্র রাজ্যের মানুষ।
এই ঘটনাকে নিয়ে রাজ্য পুলিশ টুইটে জানিয়েছে, হাওড়া পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা কেউই রেহাই পাবেনা। আক্রমণকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। রাজ্য পুলিশের ওই টুইটকে মুখ্যমন্ত্রী রিটুইট করে বিষয়টিকে আরও স্পষ্টতা দেয়। ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযুক্তদের শাস্তির দাবিতে তোলপাড় রাজ্য প্রশাসন মহল।