দেশে স্বাভাবিক হবে ট্রেন চলাচল, দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমানে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে প্রায় ৫০০ এর বেশি মানুষের। প্রথম পর্যায়ে লকডাউন শেষ হয়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের লকডাউন যা জারি করা হয়েছে আগামী ৩ রা মে পর্যন্ত। কিন্তু আগামী ৩ রা মে এর পর পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে বা যান চলাচল কি রকম হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। গত শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন।
বিমান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তেশরা মেয়ের পরে বিমান চলাচল সচল হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই বিমান সংস্থাগুলোকে অনুরোধ করা হয়েছে সরকারি সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত কোন বুকিং যেন গ্রহণ করা না হয় শনিবার বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইট করে এই পুরো ব্যাপারটি বিস্তারিত জানিয়েছেন। ডিজিসিএ-র পক্ষ থেকে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম দফার লক ডাউনের সময় যে টিকিট বুক করা হয়েছিল তার পুরো মূল্য গ্রাহকদের ফেরত দিতে।
বিমান কর্মীদের বেতনের ১০ থেকে ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পাইস জেট সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে আগামী তিনমাস কর্মীদের বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে। ৩রা মে-এর পর ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এদিন থেকে রেল ও বিমান পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা কম।