Advertisements

দেশে লকডাউন বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী! সব রাজ্যের সঙ্গে সহমত মোদী

Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৪ শে মার্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশে যে ২১ দিনের লকডাউন জারি করেছে তা আরো দীর্ঘকালীন হবে কিনা তা নিয়ে আজ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠক চলছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বৈঠক চলাকালীন করোনা সর্তকতা হিসেবে নিজের মুখে মাস্ক পড়ে বসেন মোদি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে প্রধানমন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেন যে তিনি সকলের সঙ্গে কাঁধ মিলিয়ে এই লড়াই লড়তে প্রস্তুত। ‌ প্রধানমন্ত্রী বৈঠকের সকল মুখ্যমন্ত্রী কে জানান, ‘আমি সর্বক্ষণ অর্থাৎ ২৪×৭ সজাগ রয়েছি।’ গত ২৪ ঘন্টার মধ্যে সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ১০৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। এখনো পর্যন্ত ভারতে‌ করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩৯ জন। সব মিলিয়ে এখন ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৪৪৭ জন।

দেশের সবথেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের মানুষ। ওই রাজ্যে ১,৩৬৪ জনের শরীরে মিলেছে COVID-19 পজিটিভ।‌ দেশজুড়ে লকডাউন জারি থাকলেও করোনা সংক্রমণ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হয়নি। দ্রুত গতিতে বেড়েছে সংক্রমণের হার। করোনা এই সংক্রমণ ছড়ানো প্রতিরোধে দেশজুড়ে আরো কিছুদিন এই লকডাউন চলা উচিত বলে মনে করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা একমত হয়েছেন। অনেক রাজ্য আগেই বলেছেন তারা লকডাউনের মেয়াদ বাড়াতে চায়।

পাঞ্জাব, ওড়িশা ও রাজস্থান ইতিমধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত নিজেদের রাজ্যে লকডাউন জারি করেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন যে, ‘মানবজাতি ‌মহা সংকটের মুখোমুখি হয়েছে। জীবন আর আগের মত হবে না।’ জানা গিয়েছে আগের বারের তুলনায় এই নতুন লকডাউনের সিদ্ধান্তে পরিকাঠামো আরো কড়াকড়ি করা হবে। যার ফলে নতুন করে সংক্রমণ বৃদ্ধির হার কিছুটা হলেও কম হবে বলে মনে করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। তবে নতুন সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিষেবাগুলি আগের মতই চালু থাকবে। তবে এবারে যানচলাচলের ব্যবস্থা থাকবে সীমিত। কিন্তু স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু পুরোপুরি বন্ধ থাকবে।

Related Articles