দেশে লকডাউনে মিলছে সুফল! ঐতিহাসিক রূপ বদল পবিত্র গঙ্গার

লকডাউন চলছে আর তাতেই পৃথিবীর দূষণের মাত্রা কমছে হু হু করে। পরিবেশ ক্রমশ নিজের আসল চেহারা ফিরে পাচ্ছে, আর তার ঢেউ এসে লেগেছে গঙ্গাতেও। করোনাভাইরাস লকডাউন চলাকালীন দেশের প্রধান নদী ফিরে পাচ্ছে তার আসল রূপ এমনটাই খবর। দূষণ নিয়ন্ত্রণ করতে এতদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছিলেন। 8 বছরের নির্মল গঙ্গা প্রকল্পে কেন্দ্রের কোষাগার থেকে খরচ হয়েছে অন্তত সাড়ে 7 হাজার কোটি টাকা। দীর্ঘমেয়াদী এই প্রকল্পে দূষণ কমার হার যা ছিল 27 দিনের লকডাউনে এক ঝটকায় গঙ্গা ফিরে পেয়েছে তার হারানো নির্মলতা। মলিনতা কাটিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে তার উৎস লগ্নে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে গঙ্গার জলের PH value 6-9 মিলিগ্রাম। পশ্চিমবঙ্গের বালুরঘাট ডায়মন্ডহারবার ফারাক্কা থেকে জলের নমুনা সংগ্রহ করে দেখা গেছে জলের মধ্যে দূষণের পরিমাণ অনেকটাই কম। লকডাউন এর আগে গঙ্গার জলে প্রতিদিন 118 টি বড় শহরের প্রায় 600 কোটি লিটার বর্জ্য সহ জলে এসে মিশত, এখন তা বন্ধ থাকায় দূষণের মাত্রা কমেছে।
নদী বিশেষজ্ঞ অধ্যাপক কল্যান রুদ্রের কথায় টানা লক ডাউনের ফলে পশ্চিমবঙ্গ সহ যে পাঁচটি রাজ্যের উপর দিয়ে গঙ্গা বয়ে গিয়েছে সেখানে কলিফর্ম ব্যাকটেরিয়া প্রাদুর্ভাব অনেকটাই কমেছে। কিছুদিন পরে গঙ্গার জল পান যোগ্য হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে যেহেতু লকডাউন এর ফলে কলকারখানা বন্ধ, গঙ্গা ঘাটের লোক সমাগম হচ্ছে না, ফলে ঘাট থেকে স্পষ্টভাবে জলের অনেক গভীর পর্যন্ত দেখা যাচ্ছে এই লকডাউন যে পরিবেশের উন্নতি সাধন করছে তার প্রমান মিলছে প্রতিনিয়ত।