whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

দেশে দুর্যোগ! সরকারি রিলিফ ফান্ডের গম চুরি করে বিক্রি! অভিযোগের নিশানায় রেশন ডিলার

মলয় দে নদীয়া:-আজ সকাল আটটা নাগাদ নদীয়া জেলার ফুলিয়ার রেশন ডিস্ট্রিবিউটর সুশান্ত দত্তের ভাড়া নেওয়া গোডাউন বালাজি লজ এর সামনে থেকে দুটি গম ভর্তি বস্তা আসতে দেখে, শান্তিপুর পঞ্চায়েত সমিতির…

Published By: Web Desk | Updated:
Advertisements

মলয় দে নদীয়া:-আজ সকাল আটটা নাগাদ নদীয়া জেলার ফুলিয়ার রেশন ডিস্ট্রিবিউটর সুশান্ত দত্তের ভাড়া নেওয়া গোডাউন বালাজি লজ এর সামনে থেকে দুটি গম ভর্তি বস্তা আসতে দেখে, শান্তিপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন সরকার সন্দেহজনক ভাবে নজর রাখেন দুটির ওপর। তারা ফুলিয়া বাজার সংলগ্ন কো-অপারেটিভ মার্কেট এর গলিতে মৃত্যুন বিশ্বাসের গম ভাঙ্গানো কলে বস্তা দুটি রাখতে দেখে হাতেনাতে ধরে ফেলেন তপনবাবু।

আপনার জন্য নির্বাচিত

এ বিষয়ে স্থানীয় ফুলিয়া ফাঁড়ি, বিডিও, ব্লক ফুড ইন্সপেক্টর সহ বেশকিছু প্রশাসনিক মহলে জানান। বিডিও এবং ফুড ইন্সপেক্টর বেশ খানিকটা দূরত্বে থাকায় লকডাউন অতিক্রম করে আগামী কাল এসে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। আপাতত পুলিশ প্রশাসন 43 বস্তা সরকারি সীলমোহর লাগানো গমের বস্তা ওই আটা কলেই আটক রেখেছেন। শান্তিপুর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষা রমা সরকার ।

তারা জানান আগামীকাল এ ধরনের বেশ কিছু অভিযোগ পেয়েছেন তারা, আগামীকাল ফুড ইন্সপেক্টর আসলে জানানো হবে তাকেও। জোরালো আবেদন করা হবে দরিদ্র মানুষের ত্রাণের গম বিক্রি করার শাস্তির জন্য।