দেশে করোনা মোকাবিলায় ৫২ লক্ষ টাকা দান ভারতীয় ক্রিকেট তারকার!

Advertisement

গোটা বিশ্বের ত্রাস করোনা ভাইরাস। এক করোনার জেরে বিপর্যস্ত গোটা বিশ্বের মানব জীবন। মারণ এই ভাইরাস কে রুখতে আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত লকডাউন গোটা দেশ। যার ফলে স্বাভাবিকভাবে যারা দিন আনে দিন খাই, বা ছোট ব্যাবসা করেন চিন্তার ভাঁজ তাদের কপালে। লকডাউন থাকার কারণে ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। দেশে করোনা মোকাবিলায় এগিয়ে আসছেন অনেকেই।

Advertisements

কেন্দ্র থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। লকডাউনের ফলে দিন আনে দিন খাওয়া মানুষদের সাহায্য করতে সরকারের হাত মজবুত করতে নিজের সামর্থ মত অর্থ দান করছেন অনেকেই। যেমন ৫০ লক্ষ অনুদান তুলে দিয়েছেন সচিন তেন্ডুলকর। প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও গরিব মানুষদের জন্য ৫০ লাখ টাকার চাল তুলে দিয়েছেন।

Advertisements

গতকাল, দেশে করোনা মোকাবিলার উদ্দেশ্যে ১,৫০০ কোটি টাকা দান করেছে টাটা ট্রাস্ট ও টাটা সন্স। বলিউড অভিনেতা অক্ষয় কুমার দিয়েছেন ২৫ কোটি টাকা। এছাড়াও আরো অনেকেই অনেক রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করোনা মোকাবিলা দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য। এবার এগিয়ে আসলেন ভারতীয় ক্রিকেট তারকা সুরেশ রায়না। এদিন এক টুইট বার্তায় সুরেশ জানিয়েছেন,’ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ লক্ষ এবং উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন তিনি।

 

Related Articles