নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

লকডাউনের মাঝেই চালু মদের দোকান! লম্বা লাইন মদ্যপায়ীদের

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের বর্তমান অবস্থা আশঙ্কাজনক। সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই লক ডাউন ঘোষনা করা হয়েছে ।প্রথমে তা 14 th april পর্যন্ত ঘোষনা করলেও অনেক রাজ্য 30 শে এপ্রিল পর্যন্ত লকডাউন এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে। আপনার জন্য নির্বাচিত

Published By: Sangbad Safar Desk | Updated:

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের বর্তমান অবস্থা আশঙ্কাজনক। সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই লক ডাউন ঘোষনা করা হয়েছে ।প্রথমে তা 14 th april পর্যন্ত ঘোষনা করলেও অনেক রাজ্য 30 শে এপ্রিল পর্যন্ত লকডাউন এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত

তবে এই পরিস্থিতির মধ্যে আজ সোমবার থেকে আসাম মেঘালয় সরকার মদের দোকান খোলা রাখছে। এবং অসমের ক্ষেত্রে মদের দোকান গুলি সপ্তাহের 7 দিনই খোলা থাকবে বলে জানানো হয়েছে কিন্তু মেঘালয়ের শনি ও রবিবার বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও সঙ্কটজনক তাই বলা হয়েছে এই সময় মদের দোকানে কেনাবেচার ক্ষেত্রেও যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা হবে একইসাথে মেঘালয়ের ক্ষেত্রেও ওই দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে এর মধ্যে নতুনত্ব বিষয় এটাই যে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মদ্যপায়ীদের সুবিধার্থে এই রাজ্যে প্রয়োজনে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত মদের হোম ডেলিভারি নিয়ে পশ্চিমবঙ্গেও বুধবার একটি খবর চাউর হয় কিন্তু কলকাতার পুলিশ তরফে জানিয়ে দেওয়া হয় ওই খবর ঠিক নয়। বৃহস্পতিবার নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বনিকসভার পাশাপাশি ক্ষুদ্র মাঝারি অতি ক্ষুদ্র শিল্প ক্ষেত্র হোটেল ও পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের সাথে বৈঠকে বসবেন ।ওই বৈঠকের শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন মুখ্যমন্ত্রী।